শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

ইসরায়েলকে সমর্থন দেয়ায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে অব্যাহতি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

by ঢাকাবার্তা ডেস্ক
ইসরায়েলকে সমর্থন দেয়ায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে অব্যাহতি

খেলা ডেস্ক।।

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডেভিড টিগার। কিন্তু গাজা-ইসরায়েল দ্বন্দ্বে তার অবস্থানের কারণে নিরাপত্তা ইস্যুতে তাকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

গত বছরের শেষদিকে ইসরায়েলপন্থি বক্তব্য দেন টিগার। অক্টোবরে এবিএসএ জিউইশ অ্যাচিভার অ্যাওয়ার্ডসে রাইজিং স্টার খেতাব জেতার পর তিনি তা উৎসর্গ করেন ইসরায়েলি সৈন্যদের। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, হ্যাঁ আমি এই পুরস্কার পেয়েছি এবং এখন আমি রাইজিং স্টার। কিন্তু প্রকৃত রাইজিং স্টার ইসরায়েলের তরুণ সেনারা। সুতরাং আমি এই পুরস্কার সেই দক্ষিণ আফ্রিকান পরিবারকে উৎসর্গ করছি যারা তাদের বিয়ে করেছে এবং এখনও যারা নিখোঁজ। আমি এটা ইসরায়েল রাষ্ট্রকে এবং প্রতিটি সৈন্যকে উৎসর্গ করছি যারা আমাদের বেঁচে থাকতে যুদ্ধ করছে।’

টিগারকে বিশ্বকাপ দলের অধিনায়কত্ব দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিনপন্থিরা ক্ষোভে ফুসে ওঠেন। নতুন বছরে দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট চলাকালে নিউল্যান্ডস স্টেডিয়ামের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।এমন অবস্থা আরও তীব্রতর হতে পারে ভেবে টিগারকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে সিএসএ। তবে স্কোয়াডে তাকে রেখে দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডটি জানায়, ‘সব পরিস্থিতি বিবেচনায় সিএসএ সিদ্ধান্ত নিয়েছে ডেভিডকে টুর্নামেন্টের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া উচি। সব খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও ডেভিডের স্বার্থে এই সিদ্ধান্ত। ডেভিড স্কোয়াডের গুরুত্বপূর্ণ ও সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থাকবেন। আমরা তাকে ও দলকে সর্বোচ্চ সাফল্যের জন্য শুভকামনা জানাই। শিগগিরই নতুন অধিনায়ক নির্বাচন করা হবে।’

 

আরও পড়ুন: সাউদির মাইলফলক ছোঁয়ার ম্যাচে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net