শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইসরায়েলে অস্ত্র পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিষয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বাইডেন প্রশাসনকে। অভিযোগ করে বলা হচ্ছে, গাজায় সাধারণ মানুষ হত্যায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

by ঢাকাবার্তা ডেস্ক
ইসরায়েলে অস্ত্র পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক।।

ইসরায়েলে বোমাসহ অন্যান্য সামরিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই তেল আবিবে অস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছেন  সাবেক মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে সামরিক অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক সহায়তায় থাকবে এমকে-৮২ বোমা ও কেএমইউ-৫৭২ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক যুদ্ধাস্ত্র।

এই বোমাগুলোর আনুমানিক আর্থিক মূল্য উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আনুমানিক মূল্য দাঁড়াবে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার। এই অস্ত্র সহায়তা ইসরায়েলের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তাবনাে আভ্যন্তরীণভাবে খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন। তবে কংগ্রেস কমিটির নেতাদেরকে এ বিষয়ে প্রস্তাবনার পর কিছু পরিবর্তনও আসতে পারে। কারণ কংগ্রেস কমিটি প্রস্তাবনার অনুমোদন দিবে।

ইসরায়েলকে অস্ত্র পাঠানোর বিষয়ে সত্যতা যাচাই করতে গিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বিভাগ, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইসরায়েলের কাছে দুইবার অস্ত্র বিক্রি করেছে বাইডেন প্রশাসন। কিন্তু সেই সময় কংগ্রেস কমিটিকে এড়িয়ে গেছেন বাইডেন।

ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিষয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বাইডেন প্রশাসনকে। অভিযোগ করে বলা হচ্ছে, গাজায় সাধারণ মানুষ হত্যায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net