রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত বিএনএস সেন্টারে আগুন লেগেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আমাদের প্রথম ইউনিট পৌঁছায় রাত ১টা ২৬ মিনিটে”
তিনি আরো বলেন “আমরা সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে আমাদের ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে। পরবর্তীতে আমাদের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি”
আরও পড়ুনঃ মেট্রোরেল আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকবে