রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ছাড়ার আল্টিমেটাম

by ঢাকাবার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি ।। 

সন্ধ্যার মধ্যে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ছাড়ার আল্টিমেটাম দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাসভবন ছাড়ার আল্টিমেটাম দেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার (১৭ জুলাই) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সকল অনুষদ এবং উপাচার্যের কার্যালয় বন্ধ রাখতে হবে। সন্ধ্যা ছয় টার মধ্যে উপাচার্যকে ভিসি বাংলো এবং সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বিশ্ববিদ্যালয়ের অরাজকতা পরিবেশে পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা মেরুদণ্ডহীন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের ও শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এ ব্যাপারে আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবু রায়হান বলেন, “আজকের এই কঠিন সময়ে প্রশাসন কোনো ধরনের কার্যকরী ভুমিকা না রেখে উল্টো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয় এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। তাদের এইরকম কর্মকাণ্ডের ফলে আমরা সাধারণ শিক্ষার্থী এই সিদ্ধান্ত নিয়েছি।”

এ ব্যাপারে জানতে কুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরকে মুঠোফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে মুঠোফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net