শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

একীভুত হওয়ায় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

কেন্দ্রীয় ব্যাংকের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ

by ঢাকাবার্তা ডেস্ক
national bank md resigns

বাণিজ্য ডেস্ক।।

কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না হয়ে নিজেরাই সবল হতে চায় বেসরকারি ন্যাশনাল ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক জোর করে তাদের অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করতে চায়। কেন্দ্রীয় ব্যাংকের এমন স্বেচ্ছাচারিতা ও অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যানসহ পর্ষদের বে‌শিরভাগ সদস্য পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা একাধিক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net