সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

এক্স প্ল্যাটফর্মে পোস্ট করতে বছরে ১ ডলার ফি লাগবে

কিন্তু টুইট, রিটুইট, লাইক ও রিপ্লাই দিতে ফি দিতে হবে

by ঢাকাবার্তা ডেস্ক

ঢাকাবার্তা ডেস্ক।।

সাধারণ ফিচার ব্যবহারের জন্য বছরে ১ ডলার করে সাবস্ক্রিপশন ফি আরোপের উদ্যোগ নিচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)। ফি ছাড়া প্ল্যাটফর্মে ঢুকে শুধু পোস্ট ও ভিডিও দেখা এবং অ্যাকাউন্ট ফলো করা যাবে।

কিন্তু টুইট, রিটুইট, লাইক ও রিপ্লাই দিতে ফি দিতে হবে। এই উদ্যোগ প্রথমে পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ড ও ফিলিপাইনে চালু করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

গত মঙ্গলবার এক ঘোষণায় এক্স জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন মডেলটির নাম ‘নট এ বট’ দেওয়া হয়েছে। বট ও স্ক্যামার থেকে প্ল্যাটফর্মকে রক্ষা করাই সাবস্ক্রিপশন মডেলের উদ্দেশ্য। একেক দেশের বিনিময় হারের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হবে। কিছুদিন মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে।

গত বছর ইলন মাস্ক টুইটার কোম্পানি কেনার পর থেকে বট সমস্যার মুখোমুখি হন। প্ল্যাটফর্মটির ‘বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে’ গত জুলাই মাসে টুইট দেখা সীমিত করে দেন।

রয়টার্স এক সূত্রের বরাত দিয়ে বলেছে, এই মাসের শুরুতে সিইও লিন্ডা ইয়াক্কারিনো এক্সের ঋণদাতাদের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের সময় তিনি বলেন, কোম্পানিটি ব্যবহারকারীর অ্যাকাউন্টে বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে তিন পর্যায়ের সাবস্ক্রিপশন ফি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net