শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

এক দশক পর আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর

by ঢাকাবার্তা
জয়সূচক রান তাড়া করার পর মাঠে উল্লাস

ডেস্ক রিপোর্ট ।। 

বোলাররা অর্ধেক কাজ আগেই করে রেখেছিলেন। এরপর ব্যাটাররা সহজেই বাকি কাজ শেষ করেন। একেপেশে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর আইপিএলের শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এটা তাদের ৩ নম্বর শিরোপা।

আজ চেন্নাইয়ে চলতি আইপিএলের ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। আগে ব্যাটিং করে ১১৩ রানে অলআউট হয় হায়দরাবাদ। জবাবে ২ উইকেট হারিয়ে ১০.৩ ওভারেই লক্ষ্য টপকে যায় কলকাতা।

এর আগে ২০১২ সালে প্রথমবার আইপিএলের শিরোপা জেতে কলকাতা। ২০১৪ সালে জেতে দ্বিতীয়বার। দুইবারই দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net