বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

এক পাউন্ডে ১৫১ টাকা, দরপত‌নে রেকর্ড

ব্রিটে‌নের বেশ ক‌য়েক‌টি মা‌নি ট্রান্সফার প্রতিষ্ঠানের সাথে কথা ব‌লে জানা গেছে, গত শুক্রবার বিকালে টাকার বিপরীতে পাউন্ডের মূল্য ছিল ১৪৮ টাকা

by ঢাকাবার্তা ডেস্ক
এক পাউন্ডে ১৫১ টাকা, দরপত‌নে রেকর্ড

বিদেশ ডেস্ক।।

ব্রিটেনে ১ পাউন্ড এখন বাংলাদেশি টাকায় ১৫১ টাকা। টাকার বিপরীতে পাউন্ডের উচ্চ মূল্য অতীতের রেকর্ড সোমবার (৬ নভেম্বর) ছাড়িয়ে গেছে। ব্রিটে‌নের বেশ ক‌য়েক‌টি মা‌নি ট্রান্সফার প্রতিষ্ঠানের সাথে কথা ব‌লে জানা গেছে, গত শুক্রবার বিকালে টাকার বিপরীতে পাউন্ডের মূল্য ছিল ১৪৮ টাকা। শ‌নি ও রবিবার ব্রিটে‌নের সাপ্তাহিক ছুটির পর সোমবার সকালে ১৫১ টাকা মূল্যে লেনদেন শুরু হয়।

পাউন্ডের বিপরীতে টাকার রেকর্ড বিনিময় হা‌র নি‌য়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় কমিউনিটিতে। এ ব্যাপারে মন্তব্য কর‌তে গি‌য়ে লন্ডনের মা‌নি ট্রান্সফার প্রতিষ্ঠান পি‌বিএল সা‌র্ভিসেস লিমি‌টে‌ডের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান শিবলু ব‌লেন, আজ‌কের রেট অতী‌তের সব রেকর্ড ভে‌ঙ্গে দি‌য়ে‌ছে। কমিউনিটিতে চাঞ্চল্য সৃষ্টি হ‌য়ে‌ছে এত বে‌শি বি‌নিময় মূল‌্য দে‌খে। ১৫১ টাকা রে‌টের পরও সরকার আরও প্রণোদনা দি‌চ্ছে।

ত‌বে টাকার মূল্যমান পাউন্ডের বিপরীতে এত ভয়াবহভাবে ক‌মে যাওয়া বাংলা‌দে‌শের অর্থনী‌তির দৈন‌্যদশা‌র চিত্র, যা বাংলাদেশি হি‌সে‌বে আমা‌দের জন্য উদ্বেগজনক।

 

আরও পড়ুন: ২০২৩ সালের বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net