শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এটাই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ

by ঢাকাবার্তা
সতীর্থদের সঙ্গে নাজমুল হোসেন শান্ত

স্টাফ রিপোর্টার ।। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের নবম আসর চলছে। এর মধ্যে প্রথম ৮ আসরের কোনো আসরেই একটির বেশি ম্যাচ জেতেনি বাংলাদেশ। গত আসরে প্রথমবার একাধিক ম্যাচ জেতে টাইগাররা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলো নাজমুল হোসেন শান্তর দল।

আজ নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। এই পথে গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে টাইগাররা। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে ৩টি জয় পেলো বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খুব কাছে গিয়ে হারা সেই ম্যাচের ব্যবধান ছিল মাত্র ৪ রান। এরপর নেদারল্যান্ডসকে হারানোর আজ নেপালকেও হারিয়ে দিলেন শান্ত-সাকিবরা। ফলে সুপার এইটে ওঠার সঙ্গে সঙ্গে এখনই এটা বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপে পরিণত হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net