শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

এটিএম শামসুজ্জামানের ছেলে কুশলের লাশ মিলল জয়ন্তী নদীতে

এক দশক আগে তার হাতে খুন হয়েছিল বড় ভাই কামরুজ্জামান কবির।

by ঢাকাবার্তা ডেস্ক
এটিএম শামসুজ্জামানের ছেলে কুশলের লাশ মিলল জয়ন্তী নদীতে

ঢাকাবার্তা ডেস্ক।।

একুশে পদকপ্রাপ্ত প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের লাশ উদ্ধার করা হয়েছে বরিশালের মুলাদী থেকে।  সোমবার দুপুরে জয়ন্তী নদী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, দেড়টার দিকে জয়ন্তী নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়। পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রে বাবার নাম দেখা গেছে, এটিএম শামসুজ্জামান। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্র নাথ দাস লেনের ৪৬ নম্বর বাসার ঠিকানা দেওয়া হয়েছে।

তবে রাত ৮টার সময়ও লাশটি অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি। তখন ওসি মাহবুবুর বলেন, পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করার কথা। তবে কাউকে না পেয়ে লাশটি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মুলাদী নৌপুলিশের পরিদর্শক মো. হাবিব গণমাধ্যমকে বলেন, জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাসির হাট নিজাম তালুকদারের বাড়ির এলাকায় লাশটি ভাসছিল। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। তারা গিয়ে লাশ উদ্ধার করে মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পরিদর্শক হাবিব বলেন, “পচন ধরে লাশটি চার-পাঁচদিন ধরে নদীতে ছিল বলে ধারণা করা হচ্ছে। তার পরনে শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। পচনের কারণে আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যায়নি।”

 

ঢাকার সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার মা জানিয়েছেন, গত ২৫ অক্টোবর বাসা থেকে খুলনা যাওয়ার কথা বলে বেরিয়েছেন কুশল। দুদিন পর তার মায়ের সাথে ফোনে কথা হয়েছিল। কুশল যে নিখোঁজ রয়েছেন তা পরিবারও জানে না বলে জানিয়েছে।”

এটিএম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল বিকালে গণমাধ্যমকে বলেন , “আমরা সাড়ে ৪টার দিকে ফোনে জেনেছি। এখনই বিস্তারিত কিছু বলতে পারব না।”

“আমার বড় দুলাভাই এবং ছোটো বোনের জামাই রওনা হয়েছেন। তারা সেখানে যাওয়ার পর বলতে পারব। এখন এ বিষয়ে আমরা কিছু বলব না।”

২০১২ সালের ১৩ মার্চ পুরান ঢাকার সূত্রাপুরে নিজেদের বাসায় কুশলের ছুরিকাঘাতে খুন হন তারই বড় ভাই এটিএম কামরুজ্জামান কবির। পরে কুশলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দিতে এসে শামসুজ্জামান আক্ষেপ করে বলেছিলেন, “আমার পারিবারিক ইতিহাসে এই রকম দুঃখজনক ঘটনা আর একটিও ঘটেনি।”

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এটিএম শামসুজ্জামানের জামাতা জিয়াউল হক জুয়েল গণমাধ্যমকে বলেন, “একটু আগে বরিশাল মেডিকেলে এসে লাশটি কুশলের বলে শনাক্ত করেছি। আনুষ্ঠানিকতা শেষে লাশ ঢাকায় নেওয়ার জন্য পুলিশের সঙ্গে কথা বলেছি।

“কুশল খুলনায় যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে বা মুলাদীতে কীভাবে এলো তা কেউ বলতে পারছে না।”

 

আরও পড়ুন: পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়েছে: ডিএমপি কমিশনার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net