রাজনীতি ডেস্ক।।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবার আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। তার আসনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ নানা কারণে আলোচিত ও সমালোচিত। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছিলেন।
২০২১ সালে ফেসবুক পেজে মুরাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে ও নাতনিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।এরপর অভিনেত্রী মাহিয়া মাহীকে নিয়ে একটি ফোনকল ভাইরাল হলে তিনি তুমুল সমালোচিত হন।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি এসেছে গণমাধ্যমের হাতে।
আরও পড়ুন: সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর আসনে নৌকা পেলেন সাকিব