বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

এবার আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি

মূলত প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠান তাদের অন্যান্য প্রচলিত পণ্য, যেমন মোবাইল ফোন, টিভি, রাউটার ও ট্যাবের গণ্ডি থেকে বের হয়ে আরও বেশ কিছু বৈচিত্র্যময় পণ্য বাজারে আনার উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে এই গাড়ি বাজারে আসছে।

by ঢাকাবার্তা ডেস্ক
এবার আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি

প্রযুক্তি ডেস্ক।।

এসইউ৭ সিরিজকে সঙ্গে নিয়ে ইলেকট্রিক গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে চীনের প্রতিষ্ঠান শাওমি। মূলত প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠান তাদের অন্যান্য প্রচলিত পণ্য, যেমন মোবাইল ফোন, টিভি, রাউটার ও ট্যাবের গণ্ডি থেকে বের হয়ে আরও বেশ কিছু বৈচিত্র্যময় পণ্য বাজারে আনার উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে এই গাড়ি বাজারে আসছে। শাওমি চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে কিছু কাগজ জমা দিয়েছে, যে বিষয়টি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশ করেন ‘আবেনজেন’ নামে এক ব্যবহারকারী। তিনি তার পোস্টে গাড়ির প্রাথমিক ডিজাইন ও ফিচারের তালিকাও প্রকাশ করেন। ইলেকট্রিক গাড়ির জগতে শাওমির আবির্ভাবের খবরে গাড়িপ্রেমীদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

এই পোস্টের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে অটোমোবাইল খাতে শাওমি দুইটি মডেল নিয়ে আসছে। এগুলো হল শাওমি এসইউ৭ এবং এসইউ৭ ম্যাক্স। দুটি গাড়িই বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান বিএআইসি গ্রুপ নির্মাণ করবে। শাওমির নোট ১২ ও নোট ১২ প্রো মোবাইলে যেমন উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, তেমনই এসইউ৭ ও এসইউ৭ প্রো মডেলের গাড়িতেও ব্যাটারি প্রযুক্তি ও গতি সক্ষমতায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

এসইউ৭ গাড়িতে ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ২১০ কিলোমিটার আর এসইউ৭ ম্যাক্সের ক্ষেত্রে তা ২৬৫ কিলোমিটার পর্যন্ত। শাওমির সঙ্গে পারস্পরিক সহযোগিতায় এই গাড়িগুলো নির্মাণ করবে বেইজিং অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কো (বিএআইসি) এবং এই লাইনআপে থাকবে এসইউ৭, এসইউ৭ প্রো এবং এসইউ৭ ম্যাক্স সহ আরও বিভিন্ন মডেল।

 

 

আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে ১১১তম বাংলাদেশ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net