শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহর ভাষ্যমতে, তারা একটি বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় ইসরায়েলি অবস্থানে বড়সংখ্যক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
এবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা হিজবুল্লাহর

এবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ।

আজ রোববার লেবাননের সামরিক-রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

হিজবুল্লাহর ভাষ্যমতে, তারা একটি বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় ইসরায়েলি অবস্থানে বড়সংখ্যক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রু ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিনটি অবস্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় বিপুলসংখ্যক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলকে নিশানা করে গতকাল শনিবার সকালে বড় আকারের হামলা শুরু করে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালানো হয়েছে বলে জানায় হিজবুল্লাহ।

ইসরায়েলি সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাল্টা হিসেবে কামান দিয়ে দক্ষিণ লেবাননে গোলা ছুড়েছে।

হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫০ ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো মানুষ।

 

আরও পড়ুনঃ আসলে, কী ঘটছে গাজায়?

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net