রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

এবার মানুষ নিয়ে মহাকাশ যাবে গগনযান, ফার্স্ট লুক দেখাল ইসরো

মহাকাশযানে চাপিয়ে প্রথমবারের জন্য মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত

by ঢাকাবার্তা ডেস্ক
মহাকাশযানে চাপিয়ে প্রথমবারের জন্য মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত

এখনও পর্যন্ত নিজে কখনও মহাকাশে মানুষ পাঠায়নি ভারত। এবার সেই লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ওই মহাকাশযানের যেখানে নভশ্চররা থাকবেন, সেই ছবি দেখাল ভারতীয় মহাকাশ সংস্থা

শনিবার সেই মডিউলের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। যে মহাকাশযানে চাপিয়ে প্রথমবারের জন্য মহাকাশে নভোচারী পাঠাবে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ডিসেম্বরে সেই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। সেজন্য শিগগিরই ‘ফ্লাইট টেস্ট’ শুরু করবে ইসরো।

dhakapost

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, গগনযান মিশনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ‘ক্রিউ মডিউল’। যেখানে পৃথিবীর মতো বায়ুমণ্ডলীয় অবস্থায় গগনযান মিশনের সময় নভোশ্চররা থাকবেন। ‘টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-১’-র সময় ক্রিউ মডিউলে পৃথিবীর মতো বায়ুমণ্ডলীয় অবস্থা তৈরি করা হবে না।

ইসরো জানায়, ‘ফ্লাইট টেস্ট’-র সময় কীভাবে কাজ করে ক্রিউ মডিউল, তা বিশ্লেষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। যে ক্রিউ মডিউল বঙ্গোপসাগরে অবতরণ করবে। তারপর ভেসেল এবং ভারতীয় নৌবাহিনীর ডাইভারদের দল সেই মডিউল নিয়ে আসবে।

আরও পড়ুনঃ মহাকাশে আবর্জনা ছড়ানোর অভিযোগে জরিমানা করল আমেরিকা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net