শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার রাশিয়া ছাড়ছে এলজি, সনি ও বোশ এর মতো ব্র্যান্ডগুলো

আরটি জানিয়েছে, ব্যাবসা গুটিয়ে নিলেও এই গ্রীষ্ম পর্যন্ত মস্কোতে তাদের দোকানগুলো চালু থাকবে। যাতে করে ইতিমধ্যে রাশিয়ায় যাওয়া পণ্যগুলো পুরোপুরি বিক্রি করা সম্ভব হয়। বোশের এক প্রতিনিধি বলেন, একটি বাদ দিয়ে রাশিয়ায় তাদের সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে। যতদিন স্টকে পণ্য আছে, ততদিন সেটি খোলা থাকবে।

by ঢাকাবার্তা ডেস্ক
এবার রাশিয়া ছাড়ছে এলজি, সনি ও বোশ এর মতো ব্র্যান্ডগুলো

বিদেশ ডেস্ক।।

রাশিয়ায় নিজেদের দোকানগুলো বন্ধ করতে শুরু করেছে ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এলজি, সনি ও বোশ। ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরাও বিষয়টি নিশ্চিত করেছেন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই তিন ব্রান্ডই এর আগে রাশিয়ার বাজার ছাড়ার আগ্রহের কথা জানিয়েছিল। যদিও সাম্প্রতিক সময় পর্যন্ত রাশিয়ায় এসব ব্রান্ডের দোকানগুলো চালু ছিল।

আরটি জানিয়েছে, ব্যাবসা গুটিয়ে নিলেও এই গ্রীষ্ম পর্যন্ত মস্কোতে তাদের দোকানগুলো চালু থাকবে। যাতে করে ইতিমধ্যে রাশিয়ায় যাওয়া পণ্যগুলো পুরোপুরি বিক্রি করা সম্ভব হয়। বোশের এক প্রতিনিধি বলেন, একটি বাদ দিয়ে রাশিয়ায় তাদের সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে। যতদিন স্টকে পণ্য আছে, ততদিন সেটি খোলা থাকবে।

কোম্পানিগুলো জানিয়েছে, আগে থেকেই তাদের রাশিয়া ছাড়ার পরিকল্পনা থাকলেও শপিং মলগুলোর সঙ্গে তাদের চুক্তি থাকায় সেটি সম্ভব হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরি অভিযান শুরু হওয়ার পরই মস্কোর নিকটবর্তী রুজা শহরে নিজের কারখানা বন্ধ করে দেয় দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি। একই সময় রাশিয়ায় সফটওয়ার ও হার্ডওয়ার রপ্তানি বন্ধ করে দেয় জাপানি কোম্পানি সনি। এর কিছু দিন পর জার্মানির বোশ রাশিয়ায় তাদের সাতটি কারখানার সবগুলোতে উৎপাদন বন্ধ করে দেয়। তারা এখন এগুলো বিক্রি করে দেয়ার চেষ্টা করছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে বললো চীন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net