প্রেস বিজ্ঞপ্তি ।।
রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে নিহত শ্রমিকদের স্মরণে বিনামূল্যে আইনি সহায়তা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানকারী সংস্থা সেইফটি এন্ড রাইটস সোসাইটি রাজধানীর ঢাকা উদ্যান ও হাজারীবাগ উইম্যান ক্যাফেতে ডিয়াকোনিয়া বাংলাদেশের সহায়তায় ভিডিও ডকুমেন্টারি, চিত্র প্রদর্শনী এবং মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।
এসআরএসের কর্মীবৃন্দ এবং উইম্যান ক্যাফের শ্রমিক সদস্যবৃন্দ নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন।
সেইফটি এন্ড রাইটস সোসাইটির আইনি কর্মকর্তা হাসিনা খানম বলেন, রানা প্লাজার মত এরকম দুর্যোগ আমরা আর দেখতে চাই না। তাই আর নয় রানা প্লাজা।
প্রোগ্রাম অফিসার বি- আম্মা মল্লিকা বলেন, সেইফটি এন্ড রাইটস সোসাইটির একটি স্লোগান ঝুঁকি নিয়ে কাজ নয়, জীবন বাঁচলে সব হয়। তাই আমাদের কে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে যাওয়া যাবে না।
এছাড়া ক্যাফেতে ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার ফারহানা আক্তার, প্রোগ্রাম এসিসট্যান্ট অফিসার আতিকুর রহমান, ক্যাফে ম্যানেজার শাহিদা সরকার এবং আশরাফ উদ্দিন উপসস্থিত ছিলেন।