রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

এরশাদের কবর জিয়ারত করলেন পুত্র এরিক এরশাদ

by ঢাকাবার্তা
পিতার কবর জেয়ারত করছেন এরিক এরশাদ।

প্রেস বিজ্ঞপ্তি ।।

১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পিতা এরশাদের কবর জিয়ারত করেছেন পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ।

গতকাল শনিবার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসের লিচু বাগানে পিতা এরশাদের কবর জিয়ারত করতে আসেন শাহাতা জারাব এরিক এরশাদ। এ সময় তার সাথে ছিলেন মাতা বিদিশা এরশাদসহ অন্যান্য মুসল্লিবৃন্দ। কবর জিয়ারত শেষে পল্লী নিবাসে পিতা এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৪ জুলাই পিতার ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার মা বিদিশা এরশাদকে সাথে নিয়ে রংপুরে আসেন শাহাতা জারাব এরিক এরশাদ। বর্তমানে তিনি পল্লী নিবাসে অবস্থান করছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net