খেলা ডেস্ক।।
এশিয়ান কাপে ইতিহাস গড়েছে ফিলিস্তিন, সিরিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফুটবল টুর্নামেন্টে প্রথমবার নকআউট পর্বে নাম লিখিয়ে দেশের জনগণকে অন্যরকম আনন্দের উপলক্ষ এনে দিয়েছে তারা। গ্রুপ ‘সি’ এর লড়াইয়ে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। তাতে নির্ধারিত চারটি সেরা তৃতীয়স্থানের একটি অর্জন করে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। পুরো ম্যাচেই আধিপত্য ছিল তাদের। জোড়া গোল করেছেন ওডাই ডাব্বাগ।
সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে পরের পর্বে গেছে ইরান। তাদের সংগ্রহ ছিল ৯ পয়েন্ট। একটা পর্যায়ে ফিলিস্তিন রানার্স আপ হওয়ার পথেই ছিল। তখন ইরান এগিয়ে ছিল ২-০ গোলে এগিয়ে। কিন্তু যোগ হওয়া সময়ে সংযুক্ত আরব আমিরাতের ইয়াহিয়া আল ঘাসানি গোল করলে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ফিলিস্তিন। যেহেতু দুই দলেরই পয়েন্ট ৪ করে।
হংকংয়ের সুযোগ ছিল একটি গোল দেওয়ার। কিন্তু এভারটনের কামারগোর স্পট কিক বারে লেগে প্রতিহত হলে সুযোগ হাতছাড়া হয় তাদের। ফিলিস্তিনের মতো সিরিয়াও প্রথমবার টুর্নামেন্টের নকআউটে পৌঁছেছে। তারা ১-০ গোলে ভারতকে হারিয়েছে। একমাত্র গোলটি করেছেন ২০১৭ সালে এশিয়ান ফুটবলার অব দ্য ইয়ার হওয়া ওমার খিরবিন। ৭৬ মিনিটে তার করা গোলটি মধ্যপ্রাচ্যের দলটির টুর্নামেন্টের প্রথম গোল।