শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

এ বছর আর খেলবেন না মেসি

বুধবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওদের ১-০ গোলে হারায় আর্জেন্টিনা

by ঢাকাবার্তা ডেস্ক
এ বছর আর খেলবেন না মেসি

খেলা ডেস্ক।।

সর্বশেষ দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে রেকর্ডগড়া জয় পায় আর্জেন্টিনা। তবে দারুণ সাফল্যের পর এক দুঃসংবাদও পেলো আলবিসেলেস্তেরা। কুঁচকির চোটে এই বছর আর খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।  বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ঘরের মাঠে ইতিহাসে প্রথমবার হার দেখলো ব্রাজিল। বুধবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওদের ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

সমর্থকদের ওপর পুলিশের লাঠিপেটার ম্যাচটি স্বস্তি নিয়ে খেলতে পারেননি মেসি। ৭৮ মিনিটে বাধ্য হয়ে মাঠ ছেড়ে চলে যান আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবলার। ম্যাচের পর রেকর্ড ৮টি ব্যালন ডি’অর জয়ী ফুটবলার কুঁচকিতে ব্যথা অনুভব করছিলেন। এই অবস্থায় এই বছরে যে আর খেলবেন না সেটা নিজের মুখেই জানিয়েছেন তিনি। মেসি বলেন, ‘আমার অ্যাবডাক্টরে ব্যথা পাচ্ছিলাম। এই অবস্থায় এই বছরে এটাই আমার শেষ ম্যাচ। আগামী বছর সর্বোচ্চটা দেওয়ার আগে সুস্থ হতে আমার হাতে পর্যাপ্ত সময় আছে।’

 

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে শুরু থেকেই শারীরিক অস্বস্তিতে ছিলেন মেসি। টাচ লাইনে গিয়ে সেবা নিতে হয় তাকে। তখন মনে হচ্ছিল পুরোপুরি ফিট নন তিনি। মেসি দাবি করেছেন, মারামারির জন্য ম্যাচের যে ২৭ মিনিট বিলম্ব হয়েছে। সেটার জন্য ঠিকমতো চিকিৎসা নিতে পারেননি তিনি। মেসি বলেন ‘এটার জন্য আমি ঠিকমতো চিকিৎসা নিতে পারিনি। ওই সময় লকার রুমে গিয়ে আবার ফেরার দরকার থাকলেও সম্ভব হয়নি।’আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মাঠে ফিরছেন না মেসি।

তখন তার ক্লাব ইন্টার মিয়ামির প্রাক মৌসুম অনুশীলনেও তিনি থাকবেন না।

 

আরও পড়ুন: আর্জেন্টিনাকে বিদায়ের ইঙ্গিত দিলেন স্কালোনি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net