এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটর সাইকেল অপর একটি মোটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনায় একজন নিহত ও অপর ১জন আরোহী মারাত্মক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত সোয়া ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগরের বাখরনগর ‘ফুলমালা ব্রীকস ফিল্ড’র সামনে। রাত সোয়া ১১টায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মঞ্জুরুল আফসার মোটর সাইকেল দূর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দূর্ঘটনায় হতাহতরা হলেন, নিহত যুবক সফিকুল হাসান(২২) মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মিজান মিয়ার পুত্র এবং অপর আহত মানিক মিয়া(২১) প্রতিবেশী ফিরুজ মিয়ার পুত্র।
ঘটনাস্থলে থাকা মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদশূক(এসআই) বেনু মিয়া জানান, রাত অনুমান সোয়া ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় দ্রুতগামী অপর ১টি মোটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলে সফিকুল হাসান(২২) নামে এক যুবক নিহত ও মানিক(২১) নামে ১জন মারাত্মক আহত হন। ২টি মোটর সাইকেলই কোম্পানীগঞ্জগামী ছিল। আহত মানিককে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রবাসী বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে যেয়ে প্রাণ গেল পুত্রের