খেলা ডেস্ক।।
ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলে রংপুর রাইডার্সকে লড়াইয়ে পুঁজি এনে দেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর বল হাতেও দারুণ জ্বলে ওঠেন এই আফগান অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যে আরও একটি দারুণ জয় পেল রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টরিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো নুরুল হাসান সোহানের দল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টরিয়ান্সকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে তারা। জবারে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: এলগারের বিস্ফোরক অভিযোগ, ‘কোহলি আমার দিকে থুতু ছিটিয়েছিল’