সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কঙ্গনাকে অশ্লীল ‘গালি’ দিয়ে বিপাকে কংগ্রেস নেত্রী

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে রবিবার (২৫ মার্চ) কঙ্গনার বিকিনি পরা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সুপ্রিয়া।

by ঢাকাবার্তা ডেস্ক
Kangana Ranaut get insulted by Supriya

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। কাজের পাশাপাশি নানান বিতর্কিত মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন তিনি। বলিউডের চৌহদ্দিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। ভারতের বড় বড় ব্যক্তিত্বদের নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না। এবার তাকে-ই যৌ-নক-র্মী বলে কটাক্ষ করলেন দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। তবে সুবিধা করতে পারলেন না। উল্টো নিজেই পড়লেন বেকায়দায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে রবিবার (২৫ মার্চ) কঙ্গনার বিকিনি পরা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সুপ্রিয়া। সেখানে অভিনেত্রীকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করে তিনি লেখেন, ‘মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?’ তিনি তার পোস্টে স্পষ্টতই কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন।

Kangana Ranaut get insulted by Supriya. Dhaka Barta

Kangana Ranaut get insulted by Supriya. Dhaka Barta

এরপরই সরব হয়েছেন কঙ্গনা। সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, সম্মানীত সুপ্রিয়া দেবী, আমার গত ২০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের নারীর চরিত্রে অভিনয় করেছি। কুইনে সাধারণ গ্রাম্য মেয়ে থেকে ধকড়ে দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ঈশ্বর থেকে চন্দ্রমুখীতে ভূতের চরিত্রে অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, আবার থালাইভিতে নেত্রীর চরিত্রে।

এরপরও কঙ্গনা লেখেন, মহিলাদের শরীরের বিভিন্ন অংশের বিষয়ে অকারণ কৌতূহলের বাইরে যাওয়া উচিত আমাদের। সব থেকে বড় কথা গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য। এদিকে কঙ্গনাকে নিয়ে এই কটাক্ষ ভালো চোখে দেখেনি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য সুপ্রিয়া শ্রীনাথের এই পোস্টের বিরোধিতা করেন। তিনি দাবি করেন সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে কংগ্রেসকে।
নিজের এক্স হ্যান্ডেলে অমিত লেখেন, কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ কঙ্গনাকে নিয়ে ইনস্টাগ্রামে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করেছেন। অত্যন্ত নিম্নমানের এই মন্তব্যটি, কংগ্রেস কী করে এমন লোকজনকে তাদের দলে রাখেন? খারগে (মল্লিকাজুর্ন খারগে)- এর যদি নিজের দলের উপর কোনও নিয়ন্ত্রণ থেকে থাকে তাহলে তার উচিত সুপ্রিয়াকে দল থেকে বহিষ্কার করে দেওয়া।
এদিকে বিষয়টি নিয়ে হইচই পড়াতেই টনক নড়েছে সুপ্রিয়ার। নিজেকে নিয়ে সাফাই গেয়ে তিনি লিখেছেন, যার কাছে আমার মেটা অ্যাকাউন্টের অ্যাকসেস আছে তেমন কেউ এই আপত্তিজনক পোস্টটি করেছে। সেই পোস্ট ডিলিট করা হয়েছে। যারা আমাযকে চেনেন তারা জানেন আমি এসব পোস্ট করতে পারি না।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net