ফিচার ডেস্ক ।।
বাংলার প্রভাবশালী কবি সুবোধ সরকার তাঁর ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে তাঁর অভিজ্ঞতা এবং মানসিক অবস্থা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তিনি দেশ-বিদেশে তাঁর কবিতা পড়ে যে সম্মান ও অর্থ পান, তা নিয়েও কিছু মানুষ কটাক্ষ করছেন। এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি তাঁর মেধা, পরিশ্রম ও সময়ের মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেছেন। সুবোধ সরকারের মতে, কবিতা পড়ে অনারারিয়াম গ্রহণ করা কোনো ভিক্ষাবৃত্তি নয় বরং এটি তাঁর সৃজনশীল কাজের মূল্যায়ন। তিনি আরও জানান যে, বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁকে অনারারিয়াম ছাড়া কোথাও কবিতা পড়তে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা তিনি আজও মেনে চলছেন।
সুবোধ সরকারের ফেসবুক স্ট্যাটাসটি নিম্নরূপ: