ঢাকাবার্তা ডেস্ক ।।
ভারতের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার অপেক্ষায় সানজিদা আক্তার। পশ্চিমবঙ্গের ক্লাবটিতে একমাত্র বিদেশী খেলোয়াড় তিনি। প্রথমবারের মতো সেখানে খেলতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ডের। লাল সবুজ দলে খেলার কারণে সানজিদার পরিচিতি কম নয়। দেশের গণ্ডি পেরিয়ে অনেক আগেই সেটা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও পৌঁছে গেছে। সেখানে নিজের ভক্ত-সমর্থক দেখে অবাক হয়েছেন ময়মনসিংহ থেকে উঠে আসা এই ফুটবলার।
আগামী ৩০ জানুয়ারি ভারতের নারী ফুটবল লিগে প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় সানজিদা। তার আগে অনুশীলনে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। প্রথম দিন তো প্রীতি ম্যাচে গোলও পেয়েছেন। মাঠের অনুশীলন গিয়ে সেখানে ভক্তদের কাছ থেকেই দারুণ সাড়া পেয়েছেন তিনি। সেখানকার অভিজ্ঞতা নিয়ে সানজিদা বলেছেন, ‘এখানে এসে দেখলাম অনেকেই আমাকে চেনে-জানে। আমার খেলা অনুসরণ করে। মাঠে গেলে অনেকেই আমার সঙ্গে ছবি তুলছে। বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানতে চেয়েছে। কলকাতায় নিজের ভক্ত দেখে আমি আসলে অবাকই হয়েছি।’

সানজিদা আক্তার ইস্টবেঙ্গল