শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

কলকাতার ২০০ স্কুলে বোমা হামলার হুমকি

রবিবার রাত ১২ টার পর মেইল ঢুকতে শুরু করে স্কুলগুলোর মেইল আইডিতে। সেই মেইলে লেখা ছিল, ‘প্রত্যেক ক্লাসরুমে বোম প্লান্ট করা আছে। এক নিমেষে বিস্ফোরণ ঘটানো হবে। যখন সবাই স্কুলে থাকবে, তখনই ঘটবে বিস্ফোরণ। রক্তের বন্যায় ভেসে যাবে সবাই।’

by ঢাকাবার্তা ডেস্ক
কলকাতার ২০০ স্কুলে বোমা হামলার হুমকি

বিদেশ ডেস্ক।।

কলকাতা রক্তের বন্যায় ভেসে যাবে স্কুল। ক্লাসরুমে রাখা আছে বোমা। সকাল হলেই হবে একের পর এক বিস্ফোরণ। এমন চিঠি এসেছে কলকাতার ২০০টি স্কুলে। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলোতে। স্কুলের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় সন্ধান। তবে সোমবার বিকেল পর্যন্ত কোনও স্কুলে কোনও বোমা পাওয়া যায়নি বলেই জানা গেছে। তবে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে এই বিষয়ে অবগত করা হয়েছে। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। কারা এই মেইল পাঠালো, কেনই বা পাঠানো হলো, তা স্পষ্ট নয়। মেইলে রয়েছে দুটি নাম- ডল ও চ্যাং।

রবিবার রাত ১২ টার পর মেইল ঢুকতে শুরু করে স্কুলগুলোর মেইল আইডিতে। সেই মেইলে লেখা ছিল, ‘প্রত্যেক ক্লাসরুমে বোম প্লান্ট করা আছে। এক নিমেষে বিস্ফোরণ ঘটানো হবে। যখন সবাই স্কুলে থাকবে, তখনই ঘটবে বিস্ফোরণ। রক্তের বন্যায় ভেসে যাবে সবাই।’

অভিনব ভারতী হাই স্কুলসহ একাধিক স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। অভিনব ভারতী হাই স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত জানান, ভোর রাত থেকে মেইলগুলো আসতে শুরু করে। স্কুলের শ্রেণিকক্ষগুলোয় অভিযান চালানো হয়েছে। তবে মেইলগুলো ভুয়া বলেই মনে করছেন তিনি। স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তার কারণ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।কলকাতা পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে লোকসভা ভোটের মুখে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে শহরে।

 

আরও পড়ুন: ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net