সোমবার, মার্চ ১৭, ২০২৫

কাল থেকে ট্রাকসেলে আলু, পেঁয়াজ, তেল, ডাল বিক্রি করবে সরকার

টিসিবির পরিবার কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রমের বাইরে এ পণ্য বিক্রি হবে

by ঢাকাবার্তা ডেস্ক
কাল থেকে ট্রাকসেলে আলু, পেঁয়াজ, তেল, ডাল বিক্রি করবে সরকার

বাণিজ্য ডেস্ক।।

কাল থেকে ঢাকায় ট্রাকসেলে খোলাবাজারে কম দামে আলু, পেঁয়াজ, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে সরকার। টিসিবির পরিবার কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রমের বাইরে এ পণ্য বিক্রি হবে।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ঢাকা শহরে ২৫ থেকে ৩০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে প্রায় ৯ হাজার পরিবার উপকৃত হবে। এসব ট্রাক থেকে একজন ক্রেতা প্রতিকেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি আলু, ৫০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল এবং ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

 

আরও পড়ুন: শ্রমিক নিয়োগ বন্ধ, কাজ না হলে বা ভাঙচুর হলে কারখানাও বন্ধ রাখা যাবে: বিজিএমইএ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net