৪২
বিদেশ ডেস্ক।।
ভারতের কাশ্মীরের শ্রীনগরের লেকে থাকা হাউসবোটে অগ্নিকাণ্ডে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুন অন্যান্য হাউসবোটগুলোকে গ্রাস করে। অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যায়। এর কয়েক ঘন্টা পরে কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে থাকা তিন পর্যটক বাংলাদেশি নাগরিক।
আরও পড়ুন: ভারতে ৪ বছরের কন্যাশিশু ধর্ষণ, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গ্রেপ্তার