সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

কিসিঞ্জার ‘আমেরিকার সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী’

যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর সংবাদটি ‘হেনরি কিসিঞ্জার, আমেরিকার সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী, ১০০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামে করেছে হাফিংটন পোস্ট।

by ঢাকাবার্তা
হেনরি কিসিঞ্জার । ফাইল ফটো

হাফিংটন পোস্ট ।। 

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে ‘আমেরিকার সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছে দেশটির প্রগতিশীল সংবাদ ওয়েবসাইট হাফিংটন পোস্ট।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিজ বাড়িতে কিসিঞ্জার মারা যান। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর সংবাদটি ‘হেনরি কিসিঞ্জার, আমেরিকার সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী, ১০০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামে করেছে হাফিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একসময়কার প্রতাপশালী ব্যক্তি কিসিঞ্জারের ভূমিকা ছিল। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তের জন্য কখনো অনুশোচনা প্রকাশ করেননি।

কিসিঞ্জার সম্ভবত সবচেয়ে কুখ্যাত অপরাধ সংঘটনে যুক্তরাষ্ট্রকে পরিচালিত করেছিলেন। আর তা হলো—কম্বোডিয়ায় চার বছর ধরে গোপন বোমা হামলা। এ হামলায় অগণিত বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন। যদিও কম্বোডিয়া নিরপেক্ষ দেশ ছিল; যুক্তরাষ্ট্রের সঙ্গে কম্বোডিয়ার কোনো যুদ্ধ ছিল না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দায়িত্বে থাকাকালে কিসিঞ্জার পাকিস্তানের কাছে অবৈধ অস্ত্র বিক্রির নির্দেশ দিয়েছিলেন। ১৯৭১ সালে বাঙালির বিরুদ্ধে নৃশংস দমন-পীড়নে এই অস্ত্র ব্যবহার করেছিল পাকিস্তান।

আরও পড়ুন

‘রক্তস্নান’ চেয়েছিলেন কিসিঞ্জার?

আট বছর মার্কিন সরকারে দায়িত্ব পালন করেছিলেন কিসিঞ্জার। তাঁর ব্যাপারে সবচেয়ে উদার যেসব ভাষ্য, সেগুলোর তথ্য আমলে নিলেও কিসিঞ্জার যেসব হন্তারক শাসকদের সমর্থন করেছিলেন, তারা যেসব সংঘাত পরিচালনা করেছিল, তাতে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছিল।

কিসিঞ্জার সেই অপকর্মের জন্য কখনো অনুশোচনা করেননি। অপকর্মের জন্য তাঁকে সত্যিকার অর্থে কোনো মূল্য চোকাতে হয়নি।

উল্টো কিসিঞ্জার সারা জীবন তাঁর মানবাধিকার রেকর্ডের সমালোচকদের প্রতি উপহাসমূলক সুর বজায় রেখেছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ওয়াশিংটনের অভিজাত রাজনৈতিক সমাজের একজন সদস্য হিসেবে ভালো অবস্থানে ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net