শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

কুমেক হাসপাতালে লাঞ্ছনার শিকার টিভি সাংবাদিক

এ বিষয়ে হাসপাতালের পারিচালক আজিজুর রহমান সিদ্দিকী জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

by ঢাকাবার্তা ডেস্ক
কুমেক হাসপাতালে লাঞ্ছনার শিকার টিভি সাংবাদিক

এআর আহমেদ হোসাইন, কুমিল্লা ।।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন নির্যাতনের শিকার সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ ও ভিডিও জার্নালিস্ট।

বুধবার সকালে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সকালে নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারন করতে গেলে ভিডিও ধারণে বাধা দেয় ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এ সময় যমুনা টিভির রিপোর্টার খোকন চৌধুরী তাকে অনুরোধ করেন তারা একজন অসহায় শিশুর চিকিৎসা দিচ্ছেন সেটার একটু ভিডিও ধারণ করার। তাতেও বাধা দেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তারা সদলবলে ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাঞ্চিত করে হাসপাতাল থেকে বের করে দেন।

এ বিষয়ে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরী জানান, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে জানতে পেরে বুধবার বেলা ১১টার দিকে আমরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যাই। তারা আমাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুষি মেরে ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায়।

এ বিষয়ে হাসপাতালের পারিচালক আজিজুর রহমান সিদ্দিকী জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুনঃ কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় ২ যুবলীগ কর্মী গ্রেপ্তার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net