বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে গ্রেফতার

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়

by ঢাকাবার্তা ডেস্ক
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে গ্রেফতার

রাজনীতি ডেস্ক।।

নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

বেলা আড়াইটায় তাকে গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ এর নতুন অধিনায়ক  মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করীম পলকে বাসা থেকে তুলে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী জানান, গভীর রাতে বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবীর পলকে তার ধানমন্ডির বাসা থেকে কয়েকজন এসে তুলে নিয়ে যান। এ সময় তারা সাদা পোশাকে ছিলেন এবং নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছেন।

 

আরও পড়ুন: শেষ দিকে বিএনপি নির্বাচনে আসবে ধরে প্রস্তুতি নেবে আ.লীগ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net