সোমবার, মার্চ ১৭, ২০২৫

কেরানীগঞ্জে মাদ্রাসার পিকনিক : সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

by ঢাকাবার্তা
গার্ডেন পার্কের সুইমিংপুল

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা, বৃহস্পতিবার: কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে শাহাদত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শনিরআখরার হলি কোরআন মাদ্রাসার প্লেগ্রুপের শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বনভোজন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসা শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়েছিল কেরানীগঞ্জের রাজাবাড়ি গার্ডেন পার্কে। সেখানে প্রায় দেড়শতাধিক মানুষের উপস্থিতি ছিল। পার্কে বিভিন্ন খেলার উপকরণ ছাড়াও সুইমিংপুল ছিল, যেখানে অনেকে শিশুসহ গোসল করছিলেন।

শিক্ষক আরও বলেন, শাহাদতও সুইমিংপুলে নামে, তবে তার মা সাজিয়া রহমান পাশে ছিলেন। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গার্ডেন পার্কের সুইমিংপুল

গার্ডেন পার্কের সুইমিংপুল

শিশু শাহাদতের মা সাজিয়া রহমান জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জে হলেও বর্তমানে তারা কদমতলি পলাশপুর এলাকায় ভাড়া থাকেন। শাহাদতের বাবা মারুফ হোসেন ইতালি প্রবাসী। এক ভাই এক বোনের মধ্যে শাহাদত ছিল ছোট।

তিনি বলেন, বনভোজনের অংশ হিসেবে তারা পার্কে গিয়েছিলেন, সেখানে সুইমিংপুলে গোসলের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে স্বজন ও শিক্ষকরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকরা জানান, শিশুটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল।

শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net