শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘কোক কনসার্ট’এ থাকছেন না জেমস, বিভ্রান্ত না হবার অনুরোধ

০ নভেম্বরের আর্মি স্টেডিয়াম কনসার্ট-এ অংশ নিচ্ছেন না জেমস।

by ঢাকাবার্তা ডেস্ক
‘কোক কনসার্ট’এ থাকছেন না জেমস, বিভ্রান্ত না হবার অনুরোধ

বিনোদন ডেস্ক।।

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে এবারের আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘কোক কনসার্ট’-এর ‘সারপ্রাইজ গেস্ট’ হিসেবে হাজির হবেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। কিন্তু জানা গেলো, ১০ নভেম্বরের আর্মি স্টেডিয়াম কনসার্ট-এ অংশ নিচ্ছেন না জেমস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডটির মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

এ বিষয়ে তিনি বলেন, এই কনসার্টে আমরা অংশ নিচ্ছি না। কারণ সেদিন আমাদের শো রয়েছে বরিশালে। আর্মি স্টেডিয়ামে কনসার্টের ব্যানারে আমাদের আলাপ হয়েছিল, কিন্তু চূড়ান্ত হয়নি। কারণ, আমরা বলেছি সেদিন  আর্মি স্টেডিয়ামে শো করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এরমধ্যে আমরা লক্ষ্য করছি, আমাদের নাম ও ছবি দিয়ে প্রচারণা চলছে নিয়মিত। এটা আমাদের জন্য বিব্রতকর। আমাদের ভক্তরা বিভ্রান্ত হচ্ছে।

এটা আশা করিনি কোক বাংলার কাছে। আমরা আমাদের ভক্তদের বলবো বিভ্রান্ত না হতে।

 

আরও পড়ুন: গাজার পাশে আতিফ আসলাম, দিলেন দেড় কোটি টাকা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net