শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

কোহলিকে বোল্ড করে প্রশংসায় ভাসছেন তানজিম সাকিব

by ঢাকাবার্তা
তানজিমে সাকিবের বলে তছনছ বিরাট কোহলি স্ট্যাম্প

ডেস্ক রিপোর্ট ।। 

ফাস্ট বোলার তানজিম সাকিব দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তরুণ এই বোলার বর্তমানে ভাসছেন প্রশংসায়। বিশেষ করে বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করে তিনি সবার নজরে এসেছেন। ক্রিকেট বিশ্লেষক ও ভক্তরা তাঁকে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসাচ্ছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net