বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

কোহলি ও শ্রেয়াসের সেঞ্চুরির সাথে, শামির ৭ উইকেট, ফাইনালে ভারত

বিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচটা বল হাতে রাঙালেন মোহাম্মদ শামি। চলতি বিশ্বকাপে তৃতীয়বার পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিলেন ৩২৭ রানে

by ঢাকাবার্তা ডেস্ক
কোহলি ও শ্রেয়াসের সেঞ্চুরির সাথে, শামির ৭ উইকেট, ফাইনালে ভারত

খেলা ডেস্ক।।

সেমিফাইনালে ১৩৪ রান করে শামির বলে আউট হন কিউই ব্যাটার ডেরিল মিচেল। সবশেষে ৪৮.৯  ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩২৭ রান ১০ উইকেটে।

Virat Kohli walks back after scoring 117 off 113, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই মাঠেই নকআউটের গেরো কাটিয়ে তৃতীয় ট্রফির আরও কাছে পৌঁছে গেলো তারা। বিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচটা বল হাতে রাঙালেন মোহাম্মদ শামি। চলতি বিশ্বকাপে তৃতীয়বার পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিলেন ৩২৭ রানে।

Shreyas Iyer scored back-to-back World Cup tons, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

সেমিফাইনালে ৭০ রানে জিতে এক যুগ পর ফাইনালে ভারত। সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ড্যারি মিচেল।  মিচেলের সেঞ্চুরির পরের বলেই আউট হন কেন উইলিয়ামসন। যে শামি তার ক্যাচ ফেলেছেলন তিনিই তাকে ফেরালেন। ৩২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২২০ রান।

Mohammed Shami knocked over New Zealand's top order, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

ভারতের দেওয়া ৩৯৮ রান তাড়ায় লড়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনারকে দ্রুত হারালেও অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারি মিচেলের ব্যাটে দারুণভাবে চাপ কাটিয়ে উঠতে চেষ্টা করেছে কিউইরা। দুজনের জুটিতে ১০০ রান পার হয়েছে, ফিফটি পূর্ণ করেছেন। ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮৮ রান।

 

Daryl Mitchell got to his hundred off 85 balls, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

 

ফাইনালে ওঠার লড়াউয়ে আগে ব্যাটিং করে ৩৯৮ রান করেছে ভারত। ব্যাটিংয়ে কোহলির ১১৭ রান ছাড়াও ১০৫ রান করেন শ্রেয়াস আয়ার।

 

আরও পড়ুন: ভারত দুই সেঞ্চুরিতে ভর করে ৩৯৮ রানে থামলো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net