সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ক্যারিবিয়ান ঝড়ে উড়েই গেল নিউজিল্যান্ড

by ঢাকাবার্তা
ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্যে আন্দ্রে রাসেল

ডেস্ক রিপোর্ট ।। 

ক্যারিবিয়ান ঝড়ে একপ্রকার উড়েই গেল নিউজিল্যান্ড। শেরফান রাদারফোর্ড শেষ ২ ওভারে ৩৭ রান তুলে দলের স্কোর যখন ৯ উইকেটে ১৪৯ এ নিয়ে গেলেন তখন ম্যাচ তো একচেটিয়াই হবে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্কোর থেমেছে ৯ উইকেটে ১৩৬ এ। আজ সকালে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গ্রুপপর্বের ম্যাচে ব্ল্যাক্যাপসরা হেরেছে ১৩ রানে।
টানা তৃতীয় জয়ে সুপার এইটে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুই হারে নিউজিল্যান্ড এখন বিদায় নেওয়ার খুব কাছে। ‘সি’ গ্রুপে তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার তলানিতে।

১৮ ওভার শেষে রান ক্যারিবিয়দের রান ছিল ৯ উইকেটে ১১২। সেই ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত তুলেছে ১৪৯। টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বাজেভাবে। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় দলটি।

তুলতে পারে মাত্র ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম উইকেট হারায় ৩০ রানে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের রানটা ১৪৯ পর্যন্ত একাই নিয়ে যান রাদারফোর্ড। ২ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ম্যাচসেরাও হন তিনি।

মন্থর উইকেটে ১৫০ রানের লক্ষ্য ছুঁতে শুরুটা ভালো শুরু করতে হতো নিউজিল্যান্ডকে। সেটা তারা করতে পারেনি। উল্টো প্রথম ৭ ওভারে ৪৫ রান তুলতে গিয়ে হারিয়েছে ৩ উইকেট। যার মধ্যে একটি কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের। নিউজিল্যান্ডের রান যখন ১১ ওভারে ৫ উইকেট ৬৩, এরপর একাই লড়ে গেছেন গ্লেন ফিলিপস। ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে কিছুটা আশা দেখিয়েছিলেন তিনি। আলজারি জোসেফ বল হাতে নিয়েছেন ১৯ রানের ৪ উইকেট। মোতি নিয়েছেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯( রাদারফোর্ড ৬৮, পুরান ১৭: বোল্ট ৪-১-১৬-৩, সাউদি ৪-০-২১-২, ফার্গুসন ৪-০-২৭-২)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৬/৯ ( ফিলিপস ৪০, অ্যালেন ২৬: জোসেফ ৪-০-১৯-৪, মোতি ৪-০-২৫-৩)

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net