খেলা ডেস্ক।।
ক্রিকেট ইতিহাসে কোনো বল খেলার আগেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। হয়েছেন ‘টাইমড আউট’। আন্তর্জাতিক ক্রিকেট বিরল এই আউটের শিকার হওয়া প্রথম ব্যাটার তিনি।
ইনিংসের ২৪ দশমিক ২ বলের সময় সাকিবের বলে আউট হন সামারাবিক্রমা। এরপরই শুরু হয় নাটক! একটি পুরনো হেলমেট নিয়ে মাঠে নামেন ম্যাথিউজ। তিনি যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। তাই পরে আরেকটি হেলমেট আনা হয়। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথিউজ।
নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউজ এই সময়ে প্রস্তুত হতে পারেননি। তাই তাকে টাইমড আউট হতে হয়েছে।
ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশ দল এবং অধিনায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আউট দিয়েছেন আম্পায়ার। এবং ১৪৬ বছরের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এমন বিরল ঘটনা ঘটলো।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটার আসবেন, তাকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে। যদিও এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে এই সময় ২ মিনিট। অবশ্য ম্যাথিউজ অতিক্রম করে গেছেন দু’টি নিয়মই।
এই আউটের পর বেশ হতাশ ম্যাথিউজ। মাঠ থেকে ফেরার পথে হেলমেট ছুড়ে মেরেছেন। মাঠে আম্পায়ারদের বারবার বোঝানোর চেষ্টাও করতে দেখা যায় তাকে।
আরও পড়ুন: পুরো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বরখাস্ত