রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ক্লাস বর্জন করলো কুবির অর্থনীতি বিভাগ

by ঢাকাবার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি ।।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে কুমিল্লা কোট বাড়িতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়া পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁধা দে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীতে পুলিশ কাঁদুনে গ্যাস, টিয়ারশেল, ফাঁকা গুলি ছুড়েন। ফলে তিন সাংবাদিক সহ অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে।এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি আছে।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সকল ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা।

উক্ত বিষয়ে অর্থনীতি বিভাগের সকল শিক্ষার্থী জানিয়েছেন দাবি পূরণের আগ পর্যন্ত কর্মসূচি চলবে ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net