বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ক্ষমতা দখলে রাখার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ: মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম ওই বিবৃতিতে সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসন অবসানে দেশের সব গণতান্ত্রিক সংগঠন ও শক্তিকে আন্দোলন বেগবান করার আহ্বান জানান। 

by ঢাকাবার্তা ডেস্ক
ক্ষমতা দখলে রাখার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ: মুক্তি কাউন্সিল

রাজনীতি ডেস্ক।।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হামলা চালিয়ে পণ্ড করে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।আজ শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে দলটির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলে রাখার পথ বেছে নিয়েছে।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম ওই বিবৃতিতে সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসন অবসানে দেশের সব গণতান্ত্রিক সংগঠন ও শক্তিকে আন্দোলন বেগবান করার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছেন সরকার সমর্থকেরা। সমাবেশের আগে গণগ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় ঢুকতে পথে পথে তল্লাশি-হয়রানি করা হয়েছে। এ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন করার কথা দেশবাসী বিশ্বাস করে না।   মহাসমাবেশে ‘গুলি’ করে, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সরকার ক্ষমতা দখলে রাখার পথ বেছে নিয়েছে।

 

আরও পড়ুন: বিএনপি-জামায়াত আগুন–সন্ত্রাসের পথেই আছে: জাসদ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net