বিনোদন ডেস্ক।।
দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন। যেখানে সংবাদের পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে নাটক-টেলিফিল্ম প্রচার হয়ে আসছে নিয়মিত। কিন্তু গত এক যুগ ধরেই প্রযোজকদের বকেয়া অর্থ পরিশোধে গড়িমসি করছে চ্যানেলটি। এই পর্যায়ে ৩৩ জন প্রযোজকের প্রায় ৮ কোটি টাকা বকেয়া পড়ে আছে তাদের কাছে। এবার তাই সাংগঠনিকভাবে কড়া হুঁশিয়ারি দিলেন প্রযোজকরা। শনিবার (১৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হাজির হন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নেতা-সদস্যরা। সেখানেই একুশে টিভির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তারা।
সংবাদ সন্মেলন টেলিপ্যাব’র সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, ‘বিভিন্ন সময় নাটক-অনুষ্ঠান বানিয়ে একুশে টিভির কাছে ৮ কোটি টাকা বকেয়া পড়ে আছে বেশ কিছু প্রযোজকের। এক যুগের বেশি সময় ধরে উদ্ধার হচ্ছে না সে টাকা। কয়েক দফা মিটিং, চিঠি চালাচালি করেও সমাধান আসছে না। তাই আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চাই।’