বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

খুলনার জনসভা মঞ্চে শেখ হাসিনা

সকাল থেকেই খুলনা সার্কিট হাউস মাঠে দলীয় নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করেন। আগতদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় প্রতীক নৌকা বহন করতে দেখা যায়

by ঢাকাবার্তা ডেস্ক
খুলনার জনসভা মঞ্চে শেখ হাসিনা

খুলনা প্রতিনিধি।।

খুলনার জনসভা মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সার্কিট হাউস মাঠের জনসভা মঞ্চে পৌঁছান তিনি।

এর আগে, সকাল থেকেই খুলনা সার্কিট হাউস মাঠে দলীয় নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করেন। আগতদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় প্রতীক নৌকা বহন করতে দেখা যায়। দলীয় মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। দুপুর হতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সকাল থেকেই সার্কিট হাউসমুখী খুলনা যশোর সড়ক, খান জাহান আলী সড়কে হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলো যান চলাচল একদম কমে যায়। প্রধানমন্ত্রী ছাড়া মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

আরও পড়ুন: কাল থেকে ট্রাকসেলে আলু, পেঁয়াজ, তেল, ডাল বিক্রি করবে সরকার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net