শুক্রবার, জুলাই ১১, ২০২৫

খেজুর লাগবে কেন, বরই দিয়ে ইফতার করেন না কেন: শিল্পমন্ত্রী

শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী বলেন, ‘খেজুর লাগবে কেন এত? বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন, আপেল লাগবে কেন?

by ঢাকাবার্তা ডেস্ক
খেজুর লাগবে কেন, বরই দিয়ে ইফতার করেন না কেন: শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার।।

আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বিষয়টি তদারকির জন্য জেলা প্রশাসকেরা কাজ করবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী বলেন, ‘খেজুর লাগবে কেন এত? বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন, আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। পেয়ারা দেন না, সবকিছু দেন। প্লেটটা (ইফতারির) ওইভাবে সাজান।’

 

আরও পড়ুন: সরকারি সংস্থাগুলো ‘হায়েনার মত’ ঝাঁপিয়ে পড়েছে: রেস্তোরাঁ মালিক সমিতি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net