বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

গভীর রাতে দেশে ফিরছে ‘ব্যর্থ’ বাংলাদেশ দল

আর ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল

by ঢাকাবার্তা ডেস্ক
গভীর রাতে দেশে ফিরছে 'ব্যর্থ' বাংলাদেশ দল

খেলা ডেস্ক।।

গেল সেপ্টেম্বরের ২৭ তারিখ বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। বড় রকমের প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চের বড় আসরে পা রেখেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। গৌহাটির প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে কলকাতা, মুম্বাই কিংবা পুনে সবখানেই হতাশ হতে হয়েছে টাইগারদের।

ব্যর্থতার এই মিশনে এরইমাঝে কেটে গেছে মাসের ও বেশি সময়। এবার ঘরে ফেরার সময় হয়েছে টাইগারদের। আজ (শনিবার) পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো লড়ছে বাংলাদেশ দল। আর এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।

আর ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে।

এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজ দেশেই থেকে যাবেন তিনি। ডোনাল্ড উড়াল দেবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়।

 

আরও পড়ুন:  পাকিস্তানের বিপক্ষে তিন ফিফটিতে ইংল্যান্ডের ৩৩৭ রান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net