খেলা ডেস্ক।।
মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে অবিশ্বাস্য এক সেঞ্চুরির করে দলকে জেতাতে না পারলেও নিশ্চিতভাবেই মাহমুদউল্লাহ নিজে জিতেছেন! চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহ নিয়মিত আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। এই বিশ্বকাপে টিম কম্বিনেশনের কারণে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে থাকতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। তিন ইনিংসে ব্যাট করে মাহমুদউল্লাহর রান সবচেয়ে বেশি, ১৯৮। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের পরে অভিব্যক্তি জানানোর সময় তিনি গাজায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গাজাবাসীদের প্রতি তার সেঞ্চুরি উৎসর্গ করেন।
উল্লেখ্য ইতোপূর্বে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রিজওয়ানও শ্রীলঙ্কার বিরুদ্ধে করা তার সেঞ্চুরি গাজাবাসীর প্রতি উৎসর্গ করেছিলেন।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার কীর্তি নিয়ে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর কাছে গত মার্চে বাদ পড়ার বিষয়ে মাহমুদউল্লাহ কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। ওটা ভালো সময় আমার মনে হয়। যদিও আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা কথা বলার জন্য ঠিক সময় নয়। যেটা আমি বলতে পারি, দলের জন্য খেলতে চেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরেছি। যদি দলের জয়ের জন্য করতে পারি, তাহলে আরও ভালো লাগবে।”
গত ৭ অক্টোবরে গাজা থেকে ইসরায়েলের ওপরে মিসাইন ছোড়া হয়। এবং ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস নামের সংগঠন। তার পালটা জবাবে ইসরায়েল গাজার হাসপাতাল, বাড়ি ঘর, স্কুলে হামলা চালায়। যাতে এখন পর্যন্ত শুধু ২০০০ শিশুই নিহত হয়েছে। এবং ৫ হাজারেরও বেশি গাজাবাসী নিহত হয়েছেন ইসরায়েলি বাহিণীর এই হামলায়।
আরও পড়ুনঃ সেমিফাইনালে যেতে না পারলে পাঁচ-ছয়ে শেষ করতে চাই: সাকিব