শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬৩ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬৩ ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক।।

এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় দিন দিন বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন নিহত হওয়ার পাশাপাশি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৩৫০ ফিলিস্তিনি। একটি টেলিগ্রাম পোস্টে মন্ত্রণালয়টি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনও ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে সর্বশেষ হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ৪৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬১ হাজার ৫০৪ জন।

 

আরও পড়ুন: ইরাকে ইসরায়েলের ‘মোসাদ সদরদপ্তরে’ ইরানের হামলা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net