শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

গাজায় লাশের ভিড়ে মরলে যেন লাশ চিনতে পারেন আত্মীয়রা তাই…

নির্মম বোমা হামলায় সেখানে নিহতের সংখ্যা প্রায় ৬০০০। কে কখন মারা যাবেন, কেউ জানেন না।

by ঢাকাবার্তা ডেস্ক
গাজায় লাশের ভিড়ে মরলে যেন লাশ চিনতে পারেন আত্মীয়রা তাই...

বিদেশ ডেস্ক।।

ইসরাইলের নৃশংসতায় প্রতিদিন লাশের স্তূপ বাড়ছে। গাজার যেখানেই হাত দেবেন সেখানেই লাশ। নির্মম বোমা হামলায় সেখানে নিহতের সংখ্যা প্রায় ৬০০০। কে কখন মারা যাবেন, কেউ জানেন না। এত লাশ যে, কেউ মারা গেলে তাকে চেনার উপায় পর্যন্ত থাকে না। ক্ষতবিক্ষত সেই লাশ কার, তা শনাক্ত করা যায় না। তাই ফিলিস্তিনি শিশুরা নিজেদের হাতে নাম লিখে রাখছে, যাতে মরে গেলে প্রিয়জনরা অন্তত লাশটি চিনতে পারেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, শিশু বা টিনেজাররা তাদের বন্ধুদের হাতে আরবিতে লিখে দিচ্ছে নাম। এমন ভিডিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে টিআরটি ওয়ার্ল্ড।

 

তাতে শোনা যায় একজন সরল শিশুকে বলছে, আমি মরতে চাই না। আল আকসা মার্টিরস হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. আবদুল রহমান আল মাসরি সিএনএনকে বলেছেন, মা-বাবারা উদ্বিগ্ন। কি ঘটতে যাচ্ছে কেউ জানেন না। মারা যাওয়া সন্তানদের শনাক্ত করা যাচ্ছে না। ওই হাসপাতালে তার এক সহকর্মী বলেন, আমরা দেখতে পাচ্ছি বহু অভিভাবক তাদের সন্তানের হাতে বা পায়ে নাম লিখে রাখছেন। যদি তারা বিমান হামলায় মারা যায় অথবা হারিয়ে যায়, তাহলে শনাক্ত করা যাবে। গাজায় এই ধারা নতুন শুরু হয়েছে। ডা. মাসরি বলেন, হাসপাতালে বহু শিশুকে আনা হচ্ছে। তাদের ক্ষত এমন যে, চেনা যায় না। তাদেরকে চিনতে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

 

আরও পড়ুনঃ  হামাসের হাতে বন্দিদশার বর্ণনা দিলেন ইসরায়েলি নারী

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net