বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

গাজার পক্ষে নির্বাচনি প্রচরণা চালিয়ে ব্রিটিশ এমপির জয়

নির্বাচনে জয় পেলেও হারিয়েছেন লেবার পার্টির সমর্থন।

by ঢাকাবার্তা ডেস্ক
গাজার পক্ষে নির্বাচনি প্রচরণা চালিয়ে ব্রিটিশ এমপির জয়

বিদেশ ডেস্ক।।

গাজার পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে। নির্বাচনে জয় পেলেও হারিয়েছেন লেবার পার্টির সমর্থন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টির কিয়ের স্টারমারকে উদ্দেশ করে গ্যালোওয়ে বলেন, গাজায় নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন দিয়েছেন স্টারমার। গাজা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

দেশটির উত্তরের শহর রোচডেলের আসনে জয়ী হয়েছেন গ্যালোওয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১২ হাজার ৩৩৫ ভোট বেশি পেয়েছেন তিনি। ওয়ার্কার্স পার্টির একজন প্রবীণ রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে। যুক্তরাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে তিনি ফিলিস্তিনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net