শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

গাজার পাশে আতিফ আসলাম, দিলেন দেড় কোটি টাকা

গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপি উপহার দিয়েছেন এই পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা

by ঢাকাবার্তা ডেস্ক
গাজার পাশে আতিফ আসলাম, দিলেন দেড় কোটি টাকা

বিদেশ ডেস্ক।।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপি উপহার দিয়েছেন এই পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা।   রোববার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, গাজায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ভক্তদের মন জয় করেছেন এ সংগীতশিল্পী।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে গাজায় নির্যাতিত মানুষের জন্য অর্থ তহবিল গঠনে সহায়তার আহ্বান জানায় আল-খিদমত নামের একটি ফাউন্ডেশন। তাঁদের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি দাতব্য সংস্থার মাধ্যমে গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিয়েছেন আতিফ আসলাম। পাকিস্তানি সংস্থা আল খিদমত ফাউন্ডেশনে তিনি এ অর্থ দিয়েছেন বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

সংগঠনটি ফিলিস্তিনিদের কঠিন অবস্থায় পাশে দাঁড়ানোয় গায়ককে ধন্যবাদ জানিয়েছে। এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এছাড়া জনকল্যাণমূলক সংস্থা আল খিদমত এ উদ্যোগ গ্রহণ করায় তাঁদের সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি আতিফ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে একটি দোয়া শেয়ার করায় নেটিজেনদের একাংশ তাঁর কঠোর সমালোচনা করেছেন। এ সামালোচনার মধ্যেই তিনি নিপীড়িত জনপদ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এলেন।

 

আরও পড়ুনঃ চুম্বনে প্রেমের গুঞ্জন উসকে দিলেন টেইলর সুইফট

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net