বিদেশ ডেস্ক।।
অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধের জন্য পাঁচদিনের ত্রাণ অবরোধের ডাক দিয়েছেন ইসরায়েলি বন্দীদের পরিবার ও বিক্ষোভকারীরা। ত্রাণবাহী ট্রাক আটকানোর জন্য বিভিন্ন প্রবেশদ্বারের দিকে যাচ্ছেন তারা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ইসরায়েলের পতাকা ও ব্যানার নিয়ে কেরাম শালোম নামে পরিচিত কারেম আবু সালেম ক্রসিংয়ের দিকে যাচ্ছেন বিক্ষোভকারীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে ত্রাণবাহী ট্রাক আটকাতে কতটা সফল হয়েছে তার হিসাব না থাকলেও ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার শতাধিক ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে বিক্ষোভকারীরা। সেগুলোর মধ্যে কয়েকটিকে শেষ পর্যন্ত মিশরের অন্য প্রবেশপথে যেতে হয়েছিল। তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বোমাবর্ষণ ও হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভূখণ্ডটিতে প্রায় দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের রায়ে গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিলো ইসরায়েলকে