বিনোদন ডেস্ক।।
অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। দুপুরের পর আহমেদ রুবেলের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি গাজীপুর শহরের উত্তর ছায়াবীথিতে আনা হয়। জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকাল ৫টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশী ও অনেকে অংশ নেন। বুধবার একটি সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর বসুন্ধরা শপিংমলের স্টার সিনেপ্লেক্সে আসছিলেন রুবেল। ওই মার্কেটের পার্কিংয়ে পৌঁছানোর পর মাথা ঘুরে পড়ে যান তিনি। তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহমেদ রুবেল ৩ মে ১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
আরও পড়ুন: আহমেদ রুবেল ভাই নেই এখনও বিশ্বাস হচ্ছে না: জয়া আহসান