বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

গাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন

by ঢাকাবার্তা ডেস্ক
গাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ঢাকাবার্তা ডেস্ক।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। ধরিয়ে দিতে পারলে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই টাকা ক্যাশ দেওয়া হবে।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। কমিশনার বলেন, জ্বালাও-পোড়াও যেভাবে হচ্ছে তার অন্যতম উপাদান হচ্ছে এই পেট্রোল। সেটিকে ব্যবহার করে কেউ যেন জনগণের জানমালের বিঘ্ন ঘটাতে না পারে সে ব্যাপারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাম্প মালিক অ্যাসোসিয়েশন সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক। সচেতন নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব এসবের প্রতিরোধ করা। এ ধরনের কোনও দুর্ঘটনা যেন না ঘটে। আপনারা জেনেছেন ওয়ারী ও ডেমরায় বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে হেলপার ও চালক ছিল। ডেমরার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net